Posts

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাকে জরিমানা

Image
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে জাতীয়তাবাদী যুবদলের এক নেতাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান শাহবাজপুর এলাকায় অভিযানে গিয়ে তাকে জরিমানা করেন। জরিমানা পাওয়া ব্যক্তি শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাকির হোসেন (৪৫)। ফসলি জমির মাটি কেটে বিক্রি করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়া হলেও তিনি জরিমানার টাকা পরিশোধ করেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছান বলেন, ‘ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে জাকির হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেয়া হয়েছে।’   এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। সংগঠনের সরাইল উপজেলা আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘জাকির হোসেন আমাদের ইউনিয়ন কমিটির সদস্য সচিব। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জেনেছি। যাচাই-বাছাই করে যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সাংগঠনিক ব্যবস...

গ্রেপ্তার হয়েছেন নবীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক

Image
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নবীনগর লঞ্চঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আশরাফুল ইসলাম রিপন (৪৫) নবীনগর পৌরসভার আলীয়াবাদ উত্তর পাড়ার বাসিন্দা। এ দিকে যুবলীগ নেতাকে গ্রেপ্তারের পর বৈষম্যবিরোধী ছাত্রসমাজের পক্ষ থেকে একটি মিছিল বের করে। মিছিল শেষে নবীনগর বাজারের সময় মার্কেটের সামনে বক্তারা বলেন, বিগত দিনে গুম, খুন, নির্যাতন করা দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। খুনি হাসিনার প্রেত্মাত্মাদের এ দেশ থেকে চিরতরে উৎখাত করতে হবে। নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক কালবেলাকে বলেন, উপজেলা যুবলীগ নেতা রিপনকে বিস্ফোরকসহ দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মহিষের জাত উন্নয়ন ও প্রজননে ১৬৩ কোটি টাকার প্রকল্প

Image
  নিজস্ব প্রতিবেদক : দুধ ও মাংস উৎপাদন এবং ভারবহন—এই তিন কাজের কাজী নামে পরিচিত মহিষ। গরু ও মহিষ প্রাণিসম্পদ খাতের দুটি প্রধান গবাদিপশুর জাত। পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী গবাদি প্রাণি মহিষ। এই মহিষের জাত উন্নয়নে ১৬২ কোটি ৯৩ লাখ টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, দুধ ও মাংসের উৎপাদন বাড়ানোর জন্য কৃত্রিম প্রজননের মাধ্যমে অধিক উৎপাদন ও প্রজনন ক্ষমতাসম্পন্ন মহিষের জাত উন্নয়ন এবং মহিষের সংখ্যা বাড়ানো, দুগ্ধ উৎপাদনে মহিষের ভূমিকা জোরদার,  আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, মহিষ খামারিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং মহিষজাত খাদ্যপণ্য গ্রহণে জনসচেতনতা বাড়াতেই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, ‘মহিষ উন্নয়ন (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৬২ কোটি ৯৩ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নে বরাদ্দের পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রকল্পটি দেশের ৮টি বিভাগের ৪৯টি জেলার ২০০টি উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণা...

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৭৩ কোটি টাকার প্রকল্পে বড় দুর্নীতি, ১৭ কোটি টাকার যন্ত্র প্যাকেটবন্দী।

Image
নিজস্ব প্রতিবেদক : প্রাকৃতিকভাবে প্রাণী থেকে মানুষে এবং মানুষ থেকে অন্যান্য প্রাণীর দেহে যেসব রোগ ছড়ায়, সেসব রোগকে বলা হয় ‘জুনোটিক’ রোগ। যেমন অ্যানথ্রাক্স (তড়কা), যক্ষ্মা ও জলাতঙ্ক ইত্যাদি। জুনোটিক রোগ প্রতিরোধ করতে ৭৩ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এর মধ্যে পরীক্ষাগার নির্মাণ ও যন্ত্রপাতি কেনায় ব্যয় করা হয়েছে ৩২ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নের ছয় মাস পরও সেই পরীক্ষাগার চালু হয়নি। এমনকি ১৭ কোটি টাকায় কেনা যন্ত্রপাতি পড়ে আছে প্যাকেটবন্দী অবস্থায়। পরীক্ষাগার কবে চালু হবে, আদৌ হবে কি না, এর উত্তর নেই প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে। পরীক্ষাগার চালুর জন্য বিশেষজ্ঞ জনবলও নিয়োগ দেওয়া হয়নি। ফলে জুনোটিক রোগ প্রতিরোধের এই প্রকল্পে পুরো অর্থ খরচ হলেও কাজের কাজ কিছুই হয়নি। এ তো গেল জনগণের করের টাকায় ‘অপব্যয়ের’ চিত্র। অন্য একটি দিক হলো, এই প্রকল্প বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতি হয়েছে ঢের। সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে ১৭ কোটি টাকার যন্ত্র কেনায়। যুক্তরাষ্ট্র, ইউরোপ অথবা জাপান থেকে যন্ত্র কেনার কথা থাকলেও কেনা হয়েছে চীন থেকে। অনেক যন্ত্রে নকল স্টিকার লাগিয়ে সরবরাহের প্র...

‘অন্তর্বর্তী সরকার নিজেকে ব্যর্থ করলে বিএনপির কিছু করার নেই'

Image
নিজস্ব প্রতিবেদক : বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কারভাবে বলে দিয়েছেন, অন্তর্বর্তী সরকার গণমানুষের সরকার। এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে, তাহলে আমাদের কিছুই করার নেই। শনিবার (৯ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার এমপ্লয়িজ ক্লাবে আয়োজিত এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন, একটি গণতান্ত্রিক দেশ সবচেয়ে বেশি নিরাপদ থাকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে। সেজন্যই বিএনপি বারবার সরকারকে অনুরোধ করেছে অবাধ নির্বাচনের জন্য যেই পরিবেশ ও সংস্কার দরকার সেটি করার জন্য। তিনি আরও বলেন, শেখ হাসিনার অত্যাচার মানুষ ১৪ বছর সহ্য করেছে। এরপর যখন মানুষ ফুঁসে উঠেছে, তখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে এখনও তিনি পাশের দেশে বসে বসে বাংলাদেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে। কিন্তু যতই ষড়যন্ত্র করেন আর কিছুই করতে পারবেন না। বাংলাদেশের মানুষ অনেক সচেতন। তারা নেতা নির্বা...

নাছিরনগরে স্ত্রীর পরকিয়া প্রেমিক কে কোপালেন

Image
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাকির হোসেন নামে একজনকে কোপানোর অভিযোগ উঠেছে। পরকীয়ার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আহত মীর জাকির হোসেন নাসিরনগর সদর ইউনিয়নের মৃত মীর মহিদ হোসেনের ছেলে। এ ঘটনায় শাহিন মিয়া নামে একজনকে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ। জানা যায়, প্রায় ১০ বছর আগে বিয়ে করেন শাহিন মিয়া। দাম্পত্য জীবনে তিন সন্তানের জনক শাহিন তিন বছর আগে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান। এরই মধ্যে স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নাসিরনগর সদর ইউনিয়নের পশ্চিমপাড়ার বাসিন্দা মীর জাকির হোসেনের। একপর্যায়ে ৬ ডিসেম্বর জাকিরের হাত ধরে স্বামীর সংসার ছাড়েন তিনি। বিষয়টি জানার পর গত ১১ ডিসেম্বর সৌদি থেকে দেশে ফিরে স্ত্রীকে ফিরে পেতে বিভিন্ন চেষ্টা চালিয়ে ব্যর্থ হন শাহিন। পরে ঘটনার দিন সন্ধ্যায় জাকিরকে কুপিয়ে আহত করেন। এ ব্যাপারে প্রবাসী শাহিন মিয়া বলেন, ‘ফ্রিজ কিনতে নাসিরনগর গিয়া আমার স্ত্রীর সঙ্গে জাকিরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমার তিনডা সন্তান ফালাইয়া সে আমার বউডারে নিয়া গেছে। জাকিরেরও তিনডা সন্তান...

বাঞ্ছারামপুরে দুদলের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ২৫।

Image
  নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের লোকেদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলা শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ১৬ জন টেঁটাবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন। আহতদের নরসিংদী সদর হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন আলমগীর হোসেন, সোলেমান , সোহরাব হোসেন, রাসেল মিয়া, রফিক, দুলাল মিয়া, সনি মিয়া , রাসেল মিয়,সামীর মিয়া, ইসমাইল হোসেন, ইমরান হোসেন, হক মিয়া, মাসুদ মিয়া, শাহিন মিয়া, লালু মিয়া, রাব্বি মিয়া, হোসেন মিয়া, শাহপরান, শাহজালাল, শাহিন মিয়া। আজগর আলী সরকার বাড়ির ইসমাইল হোসেন জানান, মাস দেড়েক আগে আমাদের ওপর হামলা করেছিল মতি ও তার লোকজন। ওই সময় আমার অনেক লোকজন আহত হয়েছিলেন এবং তারপর থেকে আমরা গ্রামে যেতে পারছি না। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আমরা গ্রামের বাড়িতে গেলে বুধবার ভোরে মতির লোকজন আমাদের ওপর হামলা করে বাড়িঘরে ভাঙচুর চালায়। এতে অনেকেই টেঁটাবিদ্ধ হয়েছেন। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, শান্তিপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। আহ...