ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে জাতীয়তাবাদী যুবদলের এক নেতাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান শাহবাজপুর এলাকায় অভিযানে গিয়ে তাকে জরিমানা করেন। জরিমানা পাওয়া ব্যক্তি শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাকির হোসেন (৪৫)। ফসলি জমির মাটি কেটে বিক্রি করায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়া হলেও তিনি জরিমানার টাকা পরিশোধ করেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছান বলেন, ‘ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে জাকির হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেয়া হয়েছে।’ এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। সংগঠনের সরাইল উপজেলা আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘জাকির হোসেন আমাদের ইউনিয়ন কমিটির সদস্য সচিব। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জেনেছি। যাচাই-বাছাই করে যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সাংগঠনিক ব্যবস...